Share Your Post Fb Group.

Home » Education » ⚜Future Indefinite Tense⚜ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টটি অবশ্যই দেখবেন

⚜Future Indefinite Tense⚜ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টটি অবশ্যই দেখবেন

How Are You!!✪আসসালাম ওয়ালাইকুম✪আশা করি ভালোই আছেন।কারণ কেউ ভালো না থাকলে ‌★RifatBD★ তে ভিজিট করে না।আর আপনাদের দোয়াতে আমিও ভালো আছি।তাই আপনাদের জন্য নিয়েআসলাম নতুন এক ট্রিক।
Rifat Class Room Class Number 08 Future Tense♻ ⚜Future Indefinite Tense⚜   Future indefinite tense is used when an action will be done or will happen in future. ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে। Structure: Subject + shall/will + verb + object Example: - আমি কাজটি করিব- I will/shall do the work. - তারা কাজটি করিবে- They will/shall do the work. - আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go to the school. - সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will go to the school. - তারা বাজারে যাইবে(যাবে) – They will go to the market. Note : সাধারনত 1st person এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে। ⚜Future Continuous Tense⚜   Future continuous tense is used when an action is thought to be going on in the future. ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়। বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে। Structure: Subject + shall be/will be + main verb + ing + object. Example: - আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book. - আমি গান গাইতে থাকিব- I shall be singing the song. - তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football. - সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work. - তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school. - তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office. ⚜Future Perfect Tense⚜   Future perfect tense is used to indicate the completion of an action by a certain time in the future. ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়। ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়। বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়। Structure:1st subject + shall have/will have + verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd object. Example: - বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব - I shall have done the work before my father comes. - আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m. - তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave. - তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have finished my lesson before they come. ⚜Future Perfect Continuous Tense⚜   Future perfect tense is used when an action will have been continuing by a certain future time. ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়। ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়। বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে। Structure:Subject – 1st subject + shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject + main verb + 2nd object. Example: - তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back. - বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes. - তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come. - সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – he will have been studying at Dhaka university for four years before he gets degree. Next Class Case Written & Create by Rifat Hasan
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন RifatBD এর সাথেই থাকুন !ধন্যবাদ!

2021 ago [28-09-21 (13:18)]

About Author

foto rifat520
author

H¡ Friends Iam Rifat Hasan This Site Admin And Iam Java Expart

No responses to ⚜Future Indefinite Tense⚜ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টটি অবশ্যই দেখবেন

    Be first Make a comment.

Leave a Reply

You must be logged in to post a comment.

More Posts

Categories